প্রশ্নঃ পূর্ববর্তী নবী ও রাসূলগণ কি সমাজ বা রাষ্ট্রের নেতৃত্ব দিতেন ?
উত্তরঃ রাসূল সাঃ বনি ইসরাঈল জাতির সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব কারা দিত সে ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলেন, বনি ইসলাঈল জাতির নেতৃত্ব দিতেন আল্লাহর নবীগণ। যখন কোনো নবী ইন্তেকাল করতেন, তখন নতুন নবী তার স্থলাভিষিক্ত হতেন। কিন্তু আমার পরে আর কোনো নবী হবে না, হবে কেবল খলিফা। ( সহীহ বুখারী, আল মাদখাল ইল ইলমিদ দাওয়াহ ) আলোচ্য হাদীস প্রমাণ করে পূর্ববতী নবীগণ সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দিতেন। বনি ইসরাঈল জাতির প্রতি আল্লাহ তায়ালা যে সকর শাস্তি দিয়েছিলেন তার অন্যমত প্রধান করণ সমূহ ছিল নবীদের হত্যা করা, আল্লাহর বিধান বিকৃত করা, সমাজের বা রাষ্ট্রের নেতৃত্ব অসৎ লোকদের হাতে দিয়ে দেয়া।
উত্তরঃ রাসূল সাঃ বনি ইসরাঈল জাতির সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব কারা দিত সে ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলেন, বনি ইসলাঈল জাতির নেতৃত্ব দিতেন আল্লাহর নবীগণ। যখন কোনো নবী ইন্তেকাল করতেন, তখন নতুন নবী তার স্থলাভিষিক্ত হতেন। কিন্তু আমার পরে আর কোনো নবী হবে না, হবে কেবল খলিফা। ( সহীহ বুখারী, আল মাদখাল ইল ইলমিদ দাওয়াহ ) আলোচ্য হাদীস প্রমাণ করে পূর্ববতী নবীগণ সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দিতেন। বনি ইসরাঈল জাতির প্রতি আল্লাহ তায়ালা যে সকর শাস্তি দিয়েছিলেন তার অন্যমত প্রধান করণ সমূহ ছিল নবীদের হত্যা করা, আল্লাহর বিধান বিকৃত করা, সমাজের বা রাষ্ট্রের নেতৃত্ব অসৎ লোকদের হাতে দিয়ে দেয়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন