শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭

প্রশ্নঃ ইবাদাতে কি ?

প্রশ্নঃ  ইবাদাতে কি ?

উত্তরঃ  ইবাদাত শব্দটি আরবী আবদ হতে উদ্ভূত হয়েছে। আবদ অর্থ দাস ও গোলাম। অতএব ইবাদাত শব্দের অর্থ হবে বন্দেগী ও গোলামী করা। তিনটি কাজের সমষ্টির নাম ইবাদতঃ প্রথমঃ যার ইবাদাত করা হয় তাকে রব বা ইলাহ বলে স্বীকার করা। দ্বিতীরঃ সকল অবস্থায় মনিবের আদেশ ও নিশেধ মেনে চলা । তৃতীয়ঃ মনিবের প্রতি সন্মান ও আদব প্রকাশের যে পন্থা মনিব নির্দিষ্ট করে দেবেন তাই অনুসরন করা। এ তিনটি প্রক্রিয়ার সমন্বয়ে যে কার্যটি সম্পন্ন হয় আরবী পরিভাষায় তাকেই বলে ইবাদাত। প্রথমত, মনিবের দাসত্ব স্বীকার, দ্বিতীয়ত, মনিবের আনুগত্য এবং তৃতীয়ত, মনিবের সন্মান ও সম্ভ্রন রক্ষা করা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন