শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭

গান-বাজনা শ্রবণ নিষিদ্ধ !

গান-বাজনা শ্রবণ নিষিদ্ধ !

চোখের দৃষ্টি যেমন মানুষকে বিপরীত লিঙ্গের দিকে আকৃষ্ট করে, তেমনি করে গানের সুর। মধুর কণ্ঠস্বর মানুষকে মোহাবিষ্ট করে; ফলে ন্যয়- অন্যায় ও ভাল মন্দের পার্থক্যবোধ সে হারিয়ে ফেলে। এই কারণে ইসলামে গান বাজনার কোন স্থান নেই। বিশেষ করে সুন্দরী যুবতীর সুমিষ্ট কণ্ঠের গান পুরুষদের জন্যে এবং অনুরূপ পুরুষ কণ্ঠের গান মেয়েদের জন্য খুবই মারাত্মক হয়ে দেখা দেয়। বস্তুতঃ গান বাজনা যে মানুষের মধ্যে যৌন উত্তেজনার সৃষ্টি করে, অনস্বীকার্য। এই কারণে বিশেষজ্ঞগণ বলেছেনঃ


আরবী (*********)

‘এই জন্যই বলা হয়েছে, গান মানুষকে ব্যভিচারে উদ্বুদ্ধ করে। ফলে গান ও ব্যভিচারের মধ্যে এক প্রকারের নিবিড় সম্পর্ক রয়েছে। তা এভাবে যে, গান মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে আর ব্যভিচার মানুষের কুপ্রবৃত্তি বা দৈহিক দাবিকে চরিতার্থ করে। আর এ কারণেই হাদীসে বলা হয়েছেঃ ‘গান মানুষকে ব্যভিচারের জন্য যাদুর ন্যায় প্ররোচিত করে।’- আল্লামা ইবনুল জাওযী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন