শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭

প্রশ্নঃ পিতা-মাতা যদি ইসলামী শরীয়া বিরোধী কোনো কাজ করার আদেশ করে তাহলে কি সে আদেশ মানা সন্তানেরর জন্য বৈধ হবে ? যেমনঃ যে সন্তানের পিতা তার মাকে তালাক দিয়েছে, সে পিতা যদি সন্তানকে মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে বলে, তাহলে কি সে ক্ষেত্রে পিতার আদেশ মানা যাবে ?

উত্তরঃ সকল অবস্থায় পিতামাতার আদেশ মানা সন্তানের জন্য ফরজ হলেও, ইসলামী শরীয়া বিরোধী কোনো কাজের আদেশ পিতামাতা দিলে সে আদেশ না মানা সন্তানের জন্য ফরজ। পিতামাতার একজন বা উভয়ে যদি সন্তান কে শিরক করতে বলে, কবীরা গুনাহ করতে বলে, প্রতিবেশির অধিকার নষ্ট করতে বলে, পিতা যদি সন্তানকে মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে বলে বা মা যদি সন্তান কে পিতার সাথে সম্পর্ক ছিন্ন করতে বলে একথায় শরীয়া বিরোধী কোনো কাজ করতে বলে পিতা-মাতা, তাহলে তাদের সে কথা মানা সন্তানের জন্য হারাম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণীও বিষয়টিকে আরও স্পষ্ট ও শক্তিশালী করেন, তিনি বলেন,
« لا طاعة لأحد في معصية الله ، إنما الطاعة في المعروف »
“আল্লাহর নাফরমানিতে কোন মাখলুকের আনুগত্য চলবে না। আনুগত্য-তো হবে একমাত্র ভালো কাজে।”
স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক ছিন্ন হলেও সন্তানের সাথে হবে না। তাই সন্তান কে তার মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে বলা সন্তানে উপর জুলুম হবে। সকল অবস্থায় পিতা-মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে সন্তান কে। আল্লাহ বলেন,
وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفاً وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ
অর্থাৎ তবুও দুনিয়ায় তাদের সাথে সদ্ভাবে সহাবস্থান করতে থাকো। বরং মেনে চলো সে ব্যক্তির পথ যে আমার দিকে ফিরে এসেছে৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন